
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগামীতে তোমাদের নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর জন্য প্রয়োজন মানবিক ও ব্যবসায় শাখার শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে ভালো প্রস্তুতির।
তাই আমরা তোমাদের জন্য বিজ্ঞান বিষয়ের সংক্ষিপ্ত অংশের গুরুত্বপূর্ণ প্রশ্নব্যাংক ও সাজেশন নিয়ে হাজির হয়েছি। আশাকরি নিচের প্রশ্নব্যাংক ও সাজেশন ফলো করে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর অংশের সেরা প্রস্তুতি নিতে পারবে।
সংক্ষেপে প্রশ্নের উত্তর দাও :
১। খাদ্যের উপাদান কয়টি ও কী কী?
২। ক্যালসিয়ামের অভাবজনিত দুটি রোগের নাম লেখ।
৩। HIV কীভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বিনষ্ট করে?
৪। বিশুদ্ধ পানিকে নিরপেক্ষ বলা হয় কেন?
৫। পানিতে দ্রবীভূত অক্সিজেন কমে গেলে জলজ প্রাণীদের কী সমস্যা হবে?
৬। রক্তরসের জৈব পদার্থগুলো উল্লেখ কর।
৭। হিমোগ্লোবিনের কাজ লেখ।
৮। টিস্যু কেটে গেলে রক্ত জমাট বাঁধার কারণ ব্যাখ্যা কর। ৯। ধমনি ও শিরার মধ্যে ২টি পার্থক্য লেখ।
১০। ডায়াবেটিস হলে ঘন ঘন প্রস্রাব হয় কেন?
১১। নির্দিষ্ট সময় ব্যবহারের পর ব্যাটারি থেকে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যায় কেন?
১২। H2SO4 কে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলা হয় কেন?
১৩। কিলোওয়াট ঘণ্টাকে জুল এককে প্রকাশ কর।
১৪। জীবন্ত তার বলতে কী বোঝ?
১৫। ১০ ওয়াট বলতে কী বুঝায়?
১৬। খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো।
১৭। পানি মানবদেহের জন্য গুরুত্বপূর্ণ কেন?
১৮। খাদ্যে রাসায়নিক পদার্থের ব্যবহারের শারীরিক প্রতিক্রিয়া ব্যাখ্যা করো।
১৯। পানির গঠন ব্যাখ্যা করো।
২০। পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া বলতে কী বোঝ?
২১। রক্তের গ্রুপের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
২২। রক্ত গ্রহণে প্রয়োজনীয় সতর্কতাগুলো কী কী? ব্যাখ্যা করো।
২৩। শরীরের রক্ত সঞ্চালন প্রক্রিয়া ব্যাখ্যা করো।
২৪। এসিডের অপব্যবহারের সামাজিক প্রভাব লেখো।
২৫। পদার্থের pH এর মান জানা প্রয়োজন কেন?
২৬। সংক্ষেপে ক্ষারকের রাসায়নিক বৈশিষ্ট্য লেখো
২৭। কোন ধরনের বর্তনী বাড়িতে তড়িৎ সংযোগের জন্য উপযোগী নয়? ব্যাখ্যা করো।
২৮। কিলোওয়াট-ঘণ্টা বলতে কী বোঝায়?
২৯। এনার্জি সেভিং বা ব্যবহারের সুবিধা কী?
৩০। লোডশেডিং বলতে কী বোঝায়?
৩১। খাদ্য ও পুষ্টি বলতে কী বোঝ?
৩২। শর্করা দেহের জন্য প্রয়োজন কেন?
৩৩। কোষ্ঠকাঠিন্য দূর করতে রাফেজ কেন এরুত্বপূর্ণ?
৩৪। কেউ এইডস আক্রান্ত হলে তা কী ভাবে শনাক্ত করা সম্ভব।
৩৫। পানির বিভিন্ন উৎস ব্যাখ্যা করো।
৩৬। পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া বলতে কী বোঝ?
৩৭। উন্নয়ন কার্যক্রমে পানির ভূমিকা অপরিহার্য- ব্যাখ্যা করো।
৩৮। ঔষধ কারখানায় ব্যবহারের জন্য বিশেষ পদ্ধতিতে পানি বিশুদ্ধ করা হয়- ব্যাখ্যা করো।
৩৯। রক্তরস বা প্লাজমা বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।
৪০। রক্তবাহিকায় রক্তজমাট না বাঁধার দুটি কারণ লেখো। ৪১। রক্ত কীভাবে রোগ প্রতিরোধ করে তা বুঝিয়ে লেখো ৪২। মিথেনকে এসিড বলা হয় কেন?
৪৩। প্রাত্যহিক জীবনে এসিডের ব্যবহার লেখো ।
৪৪। সংক্ষেপে ক্ষারকের রাসায়নিক বৈশিষ্ট্য লেখো।
৪৫। অজৈব এসিড হওয়া সত্ত্বেও H2CO3 কে দুর্বল এসিড বলা হয় কেন?
৪৬। পানির অভাব শরীরে কী ঝুঁকি তৈরি করে?
৪৭। মাদকাসক্ত ব্যক্তির জন্য মাদক ত্যাগ করা কঠিন হয় কেন?
৪৮। পানির ধর্ম ব্যাখ্যা করো।
৪৯। পানির অপচয় রোধে এবং কার্যকর ব্যবহারে সচেতন হওয়া প্রয়োজন কেন?
৫০। কলমি গাছ পানির স্রোতে ভেঙে যায় না কেন?
৫১। নদী কীভাবে মরা নদীতে পরিণত হয়?
৫২। শরীরের রক্ত সঞ্চালন প্রক্রিয়া ব্যাখ্যা করো।
৫৩। রক্তচাপজনিত শারীরিক সমস্যা প্রতিরোধের তিনটি কৌশল লেখো।
৫৪। কোলেস্টেরলকে প্রত্যাশিত সীমায় রাখার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।
৫৫। সিরাম বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।
৫৬। লিউকেমিয়া হওয়ার কারণ কী? ব্যাখ্যা কর।
৫৭। পাকস্থলীর এসিডিটি থেকে রক্ষা পেতে সঠিক খাদ্য নির্বাচন জরুরি- ব্যাখ্যা কর।
৫৮। এসিডের বৈশিষ্ট্য প্রকাশের জন্য জলীয় দ্রবণ গুরুত্বপূর্ণ কেন?
৫৯। নাইট্রিক এসিডকে শক্তিশালী এসিড বলা হয় কেন? ৬০। শিশুদের ত্বকে বড়দের প্রসাধনী ব্যবহার করা উচিত নয় কেন?
৬১। জেরপথ্যালমিয়া রোগ কেন হয়?
৬২। সুষম খাদ্য পিরামিড বলতে কি বুঝায়?
৬৩। অপরিহার্য অ্যামাইনো এসিড বলতে কি বুঝায়?
৬৪। ক্লোরিনেশন বলতে কি বুঝায়?
৬৫। পানির পুনরাবর্তন বলতে কি বুঝায়?
৬৬। অ্যান্টিজেন ও এন্টিবডির দু’টি পার্থক্য লিখ।
৬৭। শরীরের রক্ত সঞ্চালন প্রক্রিয়া ব্যাখ্যা কর।
৬৮। সার্বজনীন রক্ত দাতা ও রক্ত গ্রহীতা বলতে কি বুঝ? ৬৯। ভিনেগারকে দুর্বল এসিড বলা হয় কেন?
৭০। মৌমাছি হুল ফুটালে জ্বালা করে কেন?
৭১। প্রশমন বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলো লিখ।
৭২। জড়তা বলতে কি বুঝায়?
৭৩। এক নিউটন বল বলতে কি বুঝায়?
৭৪। লোডশেডিং বলতে কি বুঝায়?
৭৫। 220V – 60W বলতে কি বুঝায়?
৭৬। খাদ্যের উপাদান কয়টি ও কী কী?
৭৭। ফলমূলকে রাফেজ বলা হয় কেন?
৭৮। প্রোটিনকে দেহের গঠনমূলক উপাদান বলা হয় কেন?
৭৯। কত ডিগ্রি তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
৮০। পানি ও মাটি উভয় জায়গাতে জন্মে এমন ২টি উদ্ভিদের নাম লিখ।
৮২। পানি বিশুদ্ধকরণে ব্যবহৃত দুটি জীনাণুনাশকের নাম লিখ।
৮৩। রক্তরসে বিদ্যমান অজৈব পদার্থগুলোর নাম লিখ।
৮৪। একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে প্রতি ঘন মি. মি. রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা কত?
৮৫। খনিজ এসিড হওয়া সত্ত্বেও কার্বলিক এসিড দুর্বল কেন?
৮৬। বিষ্ণু হুল ফুটালে প্রচন্ড জ্বালা নিবারণের জন্য যে মলম ব্যবহার করা হয় তাতে কি থাকে?
৮৭। বলের প্রভাবে বস্তুর কী কী পরিবর্তন হয়?
৮৮। তড়িৎ যন্ত্রের প্রতীক প্রয়োজন হয় কেন?
৮৯। ১০ ওয়াট বলতে কী বুঝায়?
৯০। F = ma সূত্রের সাথে নিউটনের সূত্রের সম্পর্ক কী?
৯১। ব্যাটারির বিদ্যুতের তুলনায় বাসার বিদ্যুৎ বিপজ্জনক কেন?
নির্বাচনী পরীক্ষার সাজেশন বিজ্ঞান
৯২। শর্করার দুইটি বৈশিষ্ট্য লেখ।
৯৩। অধিক পরিমাণে ভিটামিন D গ্রহণ করা ক্ষতিকর কেন?
৯৪। খাদ্য নষ্ট হয় কেন?
৯৫। জলজ উদ্ভিদ কীভাবে বংশবিস্তার করে?
৯৬। ডায়াবেটিস রোগীদের খাদ্য নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ কেন? ৯৭। খনিজ এসিড হওয়া সত্ত্বেও কার্বলিক এসিড দুর্বল কেন?
৯৮। এসিডিটিতে এন্টাসিড খাওয়া হয় কেন?
৯৯। KOH একটি ক্ষার ব্যাখ্যা কর।
১০০। নিউটনের গতির প্রথম সূত্রটি ব্যাখ্যা কর।
১০১। কৃষিজমিতে ব্যবহৃত সার ও কীটনাশক পানি দূষণের কারণ- ব্যাখ্যা কর।
১০২। প্লাজমা ও সিরামের মধ্যে দুটি পার্থক্য লিখ।
১০৩। হৃৎপিণ্ডকে পাম্পযন্ত্রের সাথে তুলনা করা হয় কেন?
১০৪। পৃষ্ঠ অমসৃণ হলে ঘর্ষণ বল বেশি হয় কেন?
১০৫। ব্যাটারি বলতে কী বুঝ?
১০৬। H2SO4 কে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলা হয় কেন?
১০৭। ভিটামিন A জাতীয় খাদ্যগ্রহণ গুরুত্বপূর্ণ কেন?
১০৮। প্রাপ্তবয়স্ক হলে মানুষের উচ্চতার বৃদ্ধি হয় না কেন? ১০৯। পানির গঠন লিখ।
১১০। পানি বিশুদ্ধকরণে ব্যবহৃত দুটি জীবাণুনাশকের নাম লিখ।
১১১। লোহিত রক্তকোষের দুটি কাজ উল্লেখ কর।
১১২। রক্তবাহিকায় রক্ত জমাট বাঁধে না কেন?
১১৩। HDL কে ভালো কোলেস্টেরল বলা হয় কেন?
১১৪। H2SO4 এসিডটি মৃদু নাকি শক্তিশালী? ব্যাখ্যা কর।
১১৫। ক্ষারক ও এসিড পরস্পর বিপরীতধর্মী পদার্থ ব্যাখ্যা কর।
১১৬। কৃষিতে লবণের দুটি ব্যবহার লিখ।
১১৭। কোনো বস্তুর উপর বলের প্রভাব ব্যাখ্যা কর।
১১৮। গাড়ির টায়ারে সুতা ব্যবহার করা হয় কেন?
১১৯। একটি সাধারণ ব্যাটারি সেল কীভাবে কাজ করে? ১২০। নিরাপত্তা ফিউজ বলতে কী বুঝ?
১২১। তড়িৎ শক্তির ক্ষেত্রে ইউনিট একক গুরুত্বপূর্ণ কেন?
এসএসসি ২০২৬ সালের বিজ্ঞান সাজেশন
১২২। আমরা বৃষ্টির পানি সংরক্ষণ করে কী কাজে লাগাতে পারি?
১২৩। কলমি গাছ পানির শ্রোতে ভেঙ্গে যায় না কেন?
১২৪। ইলিশ মাছের সমুদ্রে ডিম না ছাড়ার কারণ লেখো। ১২৫। রক্তের গ্রুপ না জেনে কাউকে রক্ত দেওয়া ঠিক নয় কেন?
১২৬। লিউকেমিয়া হওয়ার কারণ কী? ব্যাখ্যা করো।
১২৭। প্রাত্যহিক জীবনে লবণ কেন গুরুত্বপূর্ণ?
১২৮। নাইট্রিক এসিডকে শক্তিশালী এসিড বলা হয় কেন? ১২৯। 10N বল বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।
১৩০। বেগ ও ত্বরণের মধ্যে ২টি পার্থক্য লেখো?
১৩১। গাড়ির ইঞ্জিন কেন গরম হয়? ব্যাখ্যা করো।
১৩২। জড়তা বলতে কী বোঝায়?
১৩৩। এনার্জি সেভিং বাল্ব ব্যবহারের সুবিধা কী?
১৩৪। তড়িৎ বিশ্লেষণ বলতে কী বোঝায়?
১৩৫। কিলোওয়াট ঘন্টা বলতে কী বোঝায়?
১৩৬। 220V 60W বলতে কী বোঝায়?
১৩৭। এইডস আক্রান্ত রোগীর মৃত্যু অনিবার্য- ব্যাখ্যা করো।
১৩৮। শারীরিক ফিটনেস বজায় রাখার কৌশল ব্যাখ্যা করো।
১৩৯। সিসাযুক্ত পানি পানের ফলে কী সমস্যা হতে পারে?
১৪০। বন্যা কবলিত অঞ্চলে পানি বিশুদ্ধকরণের জন্য কোন পদ্ধতিটি ফলপ্রসূ? ব্যাখ্যা করো।
১৪১। লোহিত রক্তকণিকার দুটি কাজ লেখো।
১৪২। রক্তবাহিকায় রক্ত জমাট না বাঁধার দুটি কারণ লেখো
১৪৩। HDL ও LDL সম্পর্কে কী জানো?
১৪৪। মাটির pH এর মান জানার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।
১৪৫। আমাদের প্রাত্যহিক জীবনে অম্ল, ক্ষার ও লবণের অবদান ব্যাখ্যা করো।
১৪৬। HCI তীব্র এসিড অথচ H2CO3 মৃদু এসিড কেন?
১৪৭। গতি জড়তা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও।
১৪৮। শক্ত মাটিতে হাঁটা সহজ হলেও বালু মাটিতে হাঁটা কঠিন কেন? ব্যাখ্যা করো।
১৪৯। দুর্বল নিউক্লীয় বলের প্রকৃতি বর্ণনা করো।
১৫০। ধাতু নিষ্কাশন ও শোধন বলতে কী বোঝ ?
১৫১। উন্নয়ন কার্যক্রমে বিদ্যুতের অবদান ব্যাখ্যা করো।