সেন্ট জন’স গ্রামার স্কুলে শিক্ষক ও অফিস সহকারী নিয়োগ

৮ অক্টোবর ২০২৫ খ্রিঃ দৈনিক আজাদী প্রত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে সেন্ট জন’স গ্রামার স্কুলে শিক্ষক ও অফিস সহকারী নিয়োগ প্রক্রিয়া নিচে তুলে ধরা হলো—

পদের নাম ও সংখ্যা:
সহকারী প্রধান শিক্ষক/শিক্ষিকা — ২ জন
গণিত — ৫ জন,
রসায়ন — ৩ জন,
হিসাববিজ্ঞান — ৪ জন,
ইংরেজী — ৪ জন,
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি — ২ জন
চারু ও কারুকলা (ড্রইং) — ৩ জন,
শারীরিক শিক্ষা — ৩ জন,
সহকারী শিক্ষিকা (সাধারণ) — ১০ জন
কো-অর্ডিনেটর — ৩ জন,
অফিস সহকারী — ২ জন।

যোগ্যতা:

  • সকল প্রার্থীদের (১-৬) নং পর্যন্ত স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ঠ বিষয়ে স্নাতক/ স্নাতকোত্তর/সমমানের ডিগ্রীধারী হতে হবে।
  • অফিস সহকারী প্রার্থীদের এইচ.এস.সি/সমমান পাশ, কম্পিউটার পারদর্শী ও ইংরেজি এবং বাংলা হাতের লেখা অবশ্যই সুন্দর হতে হবে।
  • সকল প্রার্থীদের বয়স কমপক্ষে ৩৫ বছরের ঊর্ধ্বে ও বিবাহিত হবে।

উল্লেখ্য যে, সহকারী প্রধান শিক্ষক/শিক্ষিকা অবশ্যই বি.এড/এম.এড বাধ্যতামূলক।

চাকুরীর শর্ত বছরে একটি উৎসব বোনাসসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী হবে। কোন রকম অন্য উপায়ে তদবির/সুপারিশ প্রার্থীদের দরখাস্ত অযোগ্য বলে বিবেচিত হবে।

স্কুল কর্তৃপক্ষ প্রয়োজনবোধে এই নিয়োগ কার্যক্রম বাতিল পদ, সংখ্যা কম/বেশি এবং পরিবর্তন ও পরিমার্জন করতে পারবে।

আবেদনের নিয়ম:
সকল প্রার্থীদের জন্য প্রতিষ্ঠানের ৩০০ টাকার নির্ধারিত ফরমে (অফেরতযোগ্য) আগামী ৩১শে অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখের পরবর্তিতে মোবাইল এসএমএস এর মাধ্যমে জানানো হবে।

ঠিকানা: মহিমদাস রোড, কোতোয়ালী, চট্টগ্রাম।

নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশিত ছবি:

Leave a Comment